ইবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে করে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিশাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সুপ্ত আহত হয়েছেন। আহত দুইজনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিচারের দাবিতে সন্ধায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- এ ঘটনার সুষ্ঠু বিচার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন এলাকায় মেয়েদের ছবি তুলাকে কেন্দ্র করে আকাশ নামের এক বহিরাগতর সাথে জিসাত ও সুপ্ত’র কথা কাটাকাটি হয়। এ সময় বহিরাগত ওই ব্যক্তি শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাহিরে পেলে দেখে নেবে এমন হুমকি দেন। এ ঘটনার পর জিসাত ও সুপ্ত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের জন্য তেল আনতে গেলে তাদের মারধর করে আকাশসহ তিন চারজন বহিরাগত। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত চাই ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চাই। দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চলমান রাখব। এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল বলেন, আমরা বিষয়টা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আন্দোলন এখনো চলমান রয়েছে।