ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মূল্যবৃদ্ধির জন্য এককভাবে কাউকে

দায়ী করা যাবে না বললেন বাণিজ্যমন্ত্রী

দায়ী করা যাবে না বললেন বাণিজ্যমন্ত্রী

রমজানের আগে পণ্যের মূল্যবৃদ্ধির জন্য এককভাবে কাউকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। রোজার মাসে সবার সংযমী হওয়া উচিত। যখন পণ্যের দাম বাড়ে তখন হু হু করে বাড়ে। কিন্তু কমতে সময় লাগে। গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান প্রমুখ। ক্রেতাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, যার যতটুকু লাগবে, সে ততটুকু নিলেই হয়। অনেকে ভাবে সামনে রমজান মাস, তার আগেই এক মাসের জন্য সবকিছু কিনে নিতে হবে। এ রকম হলে তো সাপ্লাইটা ঠিকমতো থাকে না। কারণ সাপ্লাইটা একটা নিয়মের মধ্যে চলে। প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা নিয়মের মধ্যে সাপ্লাই চলে। ক্রেতারা যেন এ বিষয়ে একটু কম্প্রোমাইজ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত