ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ শীর্ষ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ শীর্ষ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে স্বামী স্ত্রীসহ পাঁচ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ১০টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম’র (বার) দিকনির্দেশনায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে শীর্ষ চোর ইউনুস আহমেদকে গ্রেপ্তার করা হয়। সে সলংগা থানার ঘুড়কা বেলতলা গ্রামের অধিবাসী। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের উন্নতমানের ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। সে এলাকায় মাদক ও চোরের জাদুকর হিসেবে পরিচিত। এর আগের রাতে উল্লাপাড়া গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজাসহ স্বামী শাহাআলী ও স্ত্রী বেলি খাতুনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ২৫ গ্রাম হেরোইনসহ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উল্লাপাড়া ঘোসগাতীঁ গ্রামের অধিবাসী। তার বিরুদ্ধেও মাদক ব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে। এছাড়া বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, গত সোমবার সন্ধ্যারাতে বেলকুচি উপজেলার শাহাপুর বাজারে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১৬ মামলার আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই উপজেলার রানীপুরা পশ্চিমপাড়া গ্রামের অধিবাসী। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৬টি মামলাও রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত