কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রী
আগামী বছর জাতীয় মেধা তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো পদ্ধতি চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়ই। এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।
গতকাল সকালে কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা অঞ্চলের বিজ্ঞান মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্।
মেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম জোয়াদ্দার, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো অধ্যাপক ডা. হাসিনা খান। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা পুলিশ সুপার মো. খায়রুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভকেট হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস ও বিজ্ঞান মেলায় খুলনা অঞ্চলের অধ্যক্ষ ও বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ সেøøাগানে দৌলতপুর কলেজে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।