ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. খায়রুল আলম ভূঞা নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮.৩০ থেকে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত ১০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রত্যেক কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিতিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. খায়রুল আলম ভূঞাসহ চারজন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। নৌকা প্রতীক নিয়ে মো. খায়রুল আলম ভূঞা খুররম ৫ হাজার ৪ ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হামিদ মোবাইল ফোন প্রতীক নিয়ে ৪ হাজার ২০১ ভোট পেয়ে ১ হাজার ২১৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এছাড়া জগ প্রতীক নিয়ে আব্দুল মোতালেব ১ হাজার ৫১৭ ভোট ও নারিকেল গাছ প্রতীক নিয়ে নাদিম আহ্মদ ৭১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম। উল্লেখ্য, হালুয়াঘাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৪ জন। তার মধ্যে ১১ হাজার ৮৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রর্থীকে ভোট প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত