ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন ডেঙ্গু রোগী নেই

নতুন ডেঙ্গু রোগী নেই

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে সর্বমোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গুতে নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে সারা দেশে সর্বমোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৪০৭ জন। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৭৬৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৬৯ জন এবং ঢাকার বাইরে ৩৯৭ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত