বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ‘মহানায়কের জন্মদিনে’ শীর্ষক অনলাইন আলোচনা সভা গত শুক্রবার সন্ধ্যায় ৭:৩০টা জুম ওয়েবিনারে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। তিনি তার বক্তব্যে শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং শিশু দিবসে সব শিশুদের প্রতি ভালোবাসা জানান। অনলাইন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য দেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। অনলাইন আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বাউবি’র ওপেন স্কুলে সহযোগী অধ্যাপক ড. ইকবাল হুসাইন। অনলাইন আলোচনা সভায় বাউবি’র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা সংযুক্ত ছিলেন।