বৈরী আবহাওয়া
সেন্টমার্টিন অভিমুখী জাহাজ চলাচল বন্ধ
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। গতকাল দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়া পরিস্থিতির কারণে গতকাল সকালে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। যেসব পর্যটক সেন্টমার্টিন যেতে টিকিট নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। গত শনিবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া হাজারের কাছা কাছি পর্যটক সেন্টমার্টিন অবস্থান নেয়ার তথ্য জানিয়ে ইউএনও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ড. মো. আবদুর রহমান জানিয়েছেন, মৌসুমী আবহওয়ার কারণে বৈরী পরিবেশ সৃষ্টি হলেও কোনো সংকেত নেই। তবে আগমী দিন এ পরিস্থিতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।