গণস্বাস্থ্য কেন্দ্র কুতুবদিয়ায় চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় রোমাই পাড়া কেন্দ্রে একদিনের একটি চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা দেয়া হয়। ক্যাম্পে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ এরং কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতাল থেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন। চক্ষু চিকিৎসা টিমে ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ডা. গৌর গোপাল শাহা, মেডিক্যাল অফিসার ডা. নূরুল আমিন ফাহিম, মেডিক্যাল অফিসার জিয়াউর রহমান, ফার্মাসিস্ট মো. মান্নান শিকদার। এখানে রোগীদের চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, চোখে ছানি পড়া ইত্যাদি রোগী দেখা হয়। এছাড়া রোগিদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। প্রায় ৩৪৬ জন রোগী ক্যাম্প থেকে বিনামূলে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৯১ জনকে চোখের চশমা দেয়া হয়, ১৭ জনকে চোখে ছানি অপারেশন করা হয় এবং ২৬৩ জনকে ফ্রি মেডিসিন দেয়া হয়। ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন মো. নূরে আলম হীরা, মো. মোস্তফা কামাল, মানড়বান শিকদার, মোসাব্বির হোসেন, মাহমুদ হাসান প্রমুখ।