কুষ্টিয়ায় মাহবুব-উল-আলম হানিফ
বিএনপির ষড়যন্ত্র ও আন্দোলন সংগ্রাম ব্যর্থ
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি ভেবেছিল বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে এ সরকারের পতন ঘটানো যাবে। ১০ই ডিসেম্বরকে সামনে রেখে এ পরিকল্পনা বিএনপির ছিল। কিন্তু সেটা ব্যর্থ হওয়ায় বিএনপির ষড়যন্ত্র ও আন্দোলন ব্যর্থ হয়েছে। এ অত্যাশায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে। বিএনপি এখন করুণ অবস্থায় থাকায় তাদের নিয়ে কথা বা ভাবনার কিছু নেই। বিএনপির আন্দোলন শেষ, তাদের অস্বিত্ব টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক মাঠে যেসব কথাবার্তা বললে তাদের কর্মীরা উদ্বৃত্ত হয়ে থাকে সেসব কথা বলার আহ্বান জানান। গতকাল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় ও সংবিধান অনুযায়ী এবং বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের শান্তি সমাবেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে বলেন, মির্জা ফখরুলের এখন পাকিস্তানের শান্তি সমাবেশের কথা মনে পড়ছে। কারণ মির্জা ফখরুলের বাবা ছিলেন ৭১-এর শান্তি কমিটির লোক ও রাজাকার। রাজাকারের সন্তান হিসেবে সে সময়ে শান্তি কমিটি মনে পড়াই স্বাভাবিক। বাংলাদেশের এ স্বাধীনতা মানতে যাদের কষ্ট হয়েছে, যারা স্বাধীনতাবিরোধী যেমন মির্জা ফখরুলের বাবা ছিল তাদের অন্যতম একজন। তাদের কাছে পাকিস্তানই ভালো থাকার কথা। তাদের কাছে এ স্বাধীনতা ভালো থাকার কথা নয়; তারা তো এ বাংলাদেশ চায়নি।
বিএনপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির কথা বলার আগে বিএনপিসহ মির্জা ফখরুল এবং তাদের নেতা তারেক জিয়ার চেহারা আয়নায় দেখতে বললেন। দেশের বাইরে বিদেশিরাই তদন্ত করে দুর্নীতিবাজ আখ্যায়িত করেছেন বিএনপিদের। এ সময় কুষ্টিয়া চার আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, এবি ব্যাংক লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃষকদের মাঝে ১ হাজার ৩০০ কৃষককে ১ লাখ টাকা করে ঋণ বিতরণ করেন হানিফ। কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির। তারা (বিএনপি) কখনো জনগণের দল ছিল না। এরা সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি ১১ বছর ধরে একই কথা বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই। তিনি আরো বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারো প্রমাণ হলো। কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ’ শিক্ষক অংশ নেন। এ সময় তারা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।