বাগমারায় পল্লীবন্ধু এরশাদের জন্মদিন উদযাপন
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী বুরো
হুসেইন মুহাম্মদ এরশাদ। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। সেই সঙ্গে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। গতকাল ছিল তার ৯৩তম জন্মদিন। ১৯৩০ সালের এই দিনে তিনি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী জেলার বাগমারা উপজেলার জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে বাগমারায় জাতীয় পার্টি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবু তালেব বলেন, এরশাদের প্রতি ভালোবাসা বুকে ধারণ করে আমরা জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করব। এরশাদের স্বপ্ন পূরণে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব।