ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুপ্রিমকোর্টে পুলিশের লাঠিচার্জ রিটের শুনানি ২৭ মার্চ

সুপ্রিমকোর্টে পুলিশের লাঠিচার্জ রিটের শুনানি ২৭ মার্চ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। ১৯ মার্চ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্ট বার নির্বাচনের বিএনপি সমর্থিত ১৪ প্রার্থী। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবির উপ-কমিশনার ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত