দক্ষিণাঞ্চলে প্রথম স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন এবং এসডিজির লক্ষ্য পূরণের অংশ হিসেবে বরিশাল বিভাগে সর্বপ্রথম একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল মিল্ক কর্মসূচি গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে।

বিভাগের ঝালকাঠির কাঠালিয়ার উপজেলার কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান চঞ্চল। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব আতিকুর রহমান রুবেল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল মিল্ক কর্মসূচি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ডা. হিরন্ময় বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্রনাথ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। আতিকুর রহমান রুবেল বলেন, প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রাথমিক পর্যায়ে দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিন বছর মেয়াদি এ প্রকল্পে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৬ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন ডেইরি খামারের গাভীর ২০০ মিলিগ্রাম করে তরল দুধ পান করানো হবে।