ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় ১৯ মামলার আসামি নয়ন হত্যায় আদালতে চারজনের জবানবন্দি

বগুড়ায় ১৯ মামলার আসামি নয়ন হত্যায় আদালতে চারজনের জবানবন্দি

বগুড়ায় নাহিদুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডে চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বুধবার দুপুরে এই জবানবন্দি নেয়া হয়। এর আগে গত সোমবার ঢাকা ও গাজীপুর এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাগর (২২), মো. রকি (২৪), মো. জনি (২৩), মো. সাকিল (২৩)। তারা সবাই গাবতলী উপজেলার বাসিন্দা এবং নয়ন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। নিহত নাহিদুল ইসলাম নয়ন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চকমড়িয়া গ্রামের বাসিন্দা। গত ১১ মার্চ রাতে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নয়নের মা নার্গিস বেগম মামলা করেন। বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান গ্রেপ্তার আসামিদের সাথে নাহিদুল ইসলাম নয়নের এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় নাহিদুল ইসলাম নয়ন ঘটনার দিন মহিষাবান ত্রিমোহনী বাজারে সাগরকে মারধর ও রক্তাক্ত জখম করে। সাগর মারধরের বিষয়টি রকিকে জানায়। একই সঙ্গে জনি ও শাকিলের সাথে যোগাযোগ করে তারা চারজন সাতমাথায় একত্রিত হয়। সেখানে তারা নাহিদুল ইসলাম নয়নকে হত্যার পরিকল্পনা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত