ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাঁচানো গেল না বার্ন ইউনিটে সন্তান জন্ম দেয়া কুলসুমকে

বাঁচানো গেল না বার্ন ইউনিটে সন্তান জন্ম দেয়া কুলসুমকে

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ নারী কুলসুম বেগম মারা গেছেন। ১০ দিন আগে সেখানেই সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ হওয়ার পর সন্তান জন্ম দেয়া উম্মে কুলসুম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। গত ১২ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন কুলসুম। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে পর দিন ১৩ মার্চ সকাল ১১টার দিকে সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। ওজন কম হওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। দগ্ধ কুলসুম বেগমের অবস্থা আশঙ্কাজনক ছিল চিকিৎসকরা জানিয়েছিলেন। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কুলসুম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত