ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

পবিত্র মাহে রমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর বারিধারা, গুলশান, বনানী, বাড্ডা, হাতিরঝিল, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজারসহ বেশির ভাগ এলাকায় ঝড়-বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ছিল তীব্র বাতাস। ভ্যাপসা গরমে এই বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এর আগে রাজধানীতে সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। এছাড়াও ছিল মেঘের হাঁকডাক। দুপুরের দিকে রাজধানীতে কিছুটা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। ঝড়-বৃষ্টি শুরুর সময় মানুষ দিগি¦দিক ছুটতে থাকে। এ সময় তাদের বিভিন্ন মার্কেটের সামনে আশ্রয় নিতে দেখা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত