ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রমজানে আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ কম থাকবে

রমজানে আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ কম থাকবে

রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকে অগ্রাধিকার বিবেচনায় আবাসিকে গ্যাস সরবরাহ সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের পিক সময়ে সিএনজি ফিলিং স্টেশন এবং সার শ্রেণিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। জানা গেছে, গ্যাস সরবরাহে বিবেচ্য বিষয়ের একটি তালিকায় এসব কথা উল্লেখ করেছে বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন ( পেট্রোবাংলা)। রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মকালে গ্যাস উৎপাদন, আমদানি ও বরাদ্দ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা তৈরি করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে এই তালিকা মেনে গ্যাস সরবরাহের নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানা গেছে। পেট্রোবাংলা বলছে, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা চার হাজার মিলিয়ন ঘনফুট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত