ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা শরিফে ইফতার মাহফিল

আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা শরিফে ইফতার মাহফিল

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্্সুফী আলহাজ খান বাহাদুর আহ্্ছান উল্লা (র.) এর হাতে গড়া নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও উদ্যোগে মাহে রজমানের প্রথম দিনে গত শুক্রবার পাক রওজা শরিফ প্রাঙ্গণে ৫ সহস্রাধিক রোজাদার মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভির্যপূর্ণ পরিবেশে বিশাল পরিসরে নির্মিত প্যান্ডেলে রমজানের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ইফতার মাহফিল চলবে। প্রথম দিনে নলতা ও আশপাশের এলাকা, বিভিন্ন শাখা মিশন থেকে হাজার হাজার রোজাদার মুসল্লি এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতারসামগ্রীর মধ্যে ডিম, ছোলা, চিড়া, পাকা কলা, খেঁজুর, সুজির ফিন্নি রয়েছে। রোজাদারদের সুষ্ঠুভাবে ইফতারি বণ্টনের জন্য মিশনের নেতৃত্বে কয়েকশ’ স্বেচ্ছাসেবক নিরলসভাবে দায়িত্ব পালন করেন। ইফতার মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা রাখেন ও দোয়া পরিচালনা করেন নলতা শরিফের শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলহাজ মো. আবু সাঈদ। মাহে রমজান উপলক্ষ্যে নলতা শরিফে আয়োজিত ইফতার মাহফিল দেশের মধ্যে একটি সর্ব বৃহৎ ইফতার মজলিস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত