পাবনায় নিখোঁজের দুই দিন পর গাড়িচালকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনায় নিখোঁজের দুই দিন পর প্রাইভেট গাড়িচালক সম্রাট হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত সম্রাট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিম কোম্পানির গাড়িচালক ছিলেন। পুলিশ জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় গাড়ির ভেতর থেকে সম্রাট হোসেনের লাশ উদ্ধার করা হয়। তিনি গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। নিহত সম্রাট ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা আলহাজ ক্যাম্প এলাকার আবু বক্কারের ছেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিম কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আটককৃত সীমা খাতুন সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের আব্দুল মমিনের স্ত্রী। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ ও পাবনা সদর থানার পুলিশ শিলাইদহ ঘাট এলাকা থেকে যৌথভাবে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।