পাঁচ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমেছে। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকা নির্ধারণের পরই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ২০০ থেকে ২১০ টাকা দরে, যা গত সোমবার ছিল ২২০ থেকে ২৩০ টাকা। অর্থাৎ, একদিনে ব্যবধানে দাম কমেছে কেজিতে ২০ টাকা। এ দাম রোজা শুরুর আগের দিন ৩০০ টাকা ছুঁইছুঁই করছিল।