পদ্মা সেতুতে ঈদেও চলবে না মোটরসাইকেল

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের পদ্মা সেতু চালুর ৯ মাস পেরিয়ে গেছে। দেশের বৃহত্তম এই সেতু দিয়ে সাঁই সাঁই করে ছুটে চলছে সব ধরনের যান। তবে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। বঙ্গবন্ধু সেতুসহ দেশের সব সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করলেও যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক স্থাপন করা পদ্মা সেতুতে এখনো নিষিদ্ধ রয়েছে বাইক চলাচল। ঈদের আগে বাইক চলাচলের অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই। গতকাল বুধবার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আরো চার সপ্তাহের জন্য স্ট্র্যান্ডওভার (মুলতুবি) করেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখে পরবর্তী আদেশ দেবেন বলে জানায় আদালত। তার মানে আরো এক মাস পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সম্ভাবনা নেই। ফলে স্বপ্নের সেতু দিয়ে বাইক চালিয়ে পার হতে বাইকারদের আরো অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হচ্ছে। ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরদিন থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয় দেশের দীর্ঘতম সেতুটি। প্রথম দিন বিপুল বাইক সেতুটি দিয়ে পার হয়। টাকার বিনিময়ে বাইকে করে সেতু পার করে দেয়ার অভিযোগও ওঠে। এরই মধ্যে ওইদিন রাতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হন। দুর্ঘটনার ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন অবস্থায় পরদিন সেতুটি দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। একটি রিট খারিজ হয়। অপর একটি রিটের শুনানি হচ্ছে। গত জানুয়ারি মাসে করা রিটের শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতুবি করা হয়েছিল। আজকে শুনানি করা হয়েছে। শুনানি শেষে আবারও চার সপ্তাহের জন্য সরকারপক্ষকে সময় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এমন আদেশে এবারের ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না তা পরিষ্কার হয়ে গেছে।