কক্সবাজারের উখিয়ায় পাহাড় কর্তনকালে মাটি ধসে তিনজন রোহিঙ্গা শ্রমিক নিহত হওয়ার জের ধরে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, গত বুধবার রাতে নিহত তিনজনের মধ্যে ১৭ নম্বর ক্যাম্পের নুর কবিরের পিতা সুলতান আহমেদ বাদী হয়ে আটজনের নামে উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলাটি করেন। মামলার আসামিদের নাম ঠিকানা প্রকাশে রাজি হননি তিনি। উখিয়া রেঞ্জ কর্মকর্তা, গাজী মু. শফিউল আলম জানান, বুধবার এ মামলা দুটি দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তা সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
বনবিভাগের দায়ের করা দুটি মামলার বাদী উখিয়ার বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান। বন আইনে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে এ দুটি মামলার করা হয়। যার একটির আসামি করা হয়েছে ছয়জনকে। তারা হলেন উখিয়ার মুহুরী পাড়ার আলী আহমদের ছেলে নেচার আহমদ (৫০), মধুরছড়ার মীর আহমদের ছেলে মো. আলম (৩৮), শীলের ছড়ার মৃত আবুল বলির ছেলে নুর মোহাম্মদ বলি (৩৬), একই এলাকার মৃত আবদুল গণির ছেলে আবদুল জব্বার (৪৫), মাসকারীয়া পাড়ার কাসেম আলীর ছেলে নুরু মাঝি (৫০), মুহুরী পাড়ার মৃত বসু উল্লাহর ছেলে আবদুল মান্নান (৫৭)। অপর মামলায় আসামি করা হয়েছে তিনজনকে। তারা হলেন মুহুরী পাড়ার মৃত বসু উল্লাহর ছেলে আবদুল মান্নান (৫৭), শীলের ছড়ার মৃত আবদুল গণির ছেলে আবদুল জব্বার (৪৫), মাসকারীয়া পাড়ার কাসেম আলীর ছেলে নুরু মাঝি (৫০)।