সংবাদ প্রকাশের জের

সাংবাদিক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলা

ক্র্যাবের নিন্দা

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জ্যেষ্ঠ প্রতিবেদক

সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব। গতকাল বৃহস্পতিবার ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছেন।

নেতারা বলেন, সংবাদ প্রকাশের জেরে মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে যুবলীগের বহিষ্কৃত নেতা ও চট্টগ্রামের আলোচিত জোড়া খুনের মামলার চার্জশিটভুক্ত আসামি হেলাল আকবর চৌধুরী বাবর যে মামলা করেছেন, তা হয়রানির উদ্দেশ্যে করেছেন। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত বুধবার (২৯ মার্চ) মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, হেলাল আকবর বাবর কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক। তার বিরুদ্ধে সাংবাদিক মাহবুব সম্প্রতি ‘দুবাই ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট, শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন লিখেন। প্রতিবেদনটি তিনি ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে শেয়ার করেন। প্রতিবেদনে হেলাল আকবরকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের গডফাদার বলে উল্লেখ করা হয়। এজন্য তিনি মামলা করেছেন।

সাংবাদিক মাহবুব আলম লাবলু বলেছেন, তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি সংবাদ লিখেছেন। যদি কেউ সংক্ষুদ্ধ হন তবে বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ দিতে পারেন। কিন্তু সরাসরি সাইবার ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশ্য হলো আমাকে তথা গণমাধ্যমকে থ্রেট করা। স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধ করা।