ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামের টুকরো খবর

চট্টগ্রামের টুকরো খবর

চেম্বারে বেলজিয়াম রাষ্ট্রদূতের মতবিনিময়

বাংলাদেশে নিযুক্ত বেলজিয়াম রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যানডার হ্যাসল গত ৩০ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে’ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম পরিচালকমন্ডলীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, ওয়ালোনিয়া’র ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার গোয়ালিয়াম ডি বাসুমপিয়েরে ফ্ল্যান্ডার্স’র ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বাবেতে ডেসফজ, চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) ও অঞ্জন শেখর দাশসহ বিএসআরএম গ্রুপের প্রতিনিধি সঞ্জয় দাশ বক্তব্য রাখেন। এ সময় চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ ওমর ফারুক ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ ও রিলায়েন্স এসেট্স্ অ্যান্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিমিটেডের পরিচালক ওমর মুক্তাদিরসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যানডার হ্যাসল বলেন,বেলজিয়াম ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করার উদ্দেশ্যে চট্টগ্রামে বাণিজ্য প্রতিনিধির এই সফর। এখানে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সাথে আলোচনা হবে যার মাধ্যমে দু’দেশের মধ্যে কিভাবে বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করা যায় সেই বিষয়ে দৃষ্টিপাত করবো।

চন্দনাইশে বিট পুলিশিং সমাবেশ

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজে মাদক, অসাধু ব্যবসায়ী, অসামজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে মূল্য তালিকা প্রদর্শিত করে ব্যবসা পরিচালনা করুন। মাদাকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকসেবী মাদক ব্যবসায়ীদের বয়কট করতে হবে। ৩০ মার্চ দুপুরে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ স্লোগান নিয়ে উপজেলার বরকল মৌলভী বাজার চত্বরে এক বিট পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন। স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম। এস আই ইখতেয়ারের সঞ্চালনায আলোচনায় অংশ নেন, ব্যবসায়ী নেতা জসীম উদ্দীন, মাহমুদুল হাসান, শুবুল কুমার দেব,মাওলানা আবদুল মোবিন, মো. জসীম উদ্দীনসহ ব্যবসায়ী জনপ্রতিনিধি।

পাঁচ নম্বর ওয়ার্ডে ইফতার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রাম মহানগর এর ওয়ার্ডে ওয়ার্র্ডে তুলনামূলক কম স্বচ্ছ্বল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সা?বেক চেয়ারম্যান আবদুচ ছালাম। ২৯ মার্চ নগরীর ৫নং ওয়ার্ডে কাউন্সির কাজী নুরুল আমিন মামুনের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরনকালে আবদুচ ছালাম বলেন, বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত সহস্র ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।

বোয়ালখালীতে পাঁচ হাজার পরিবারে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোয়ালখালীতে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি জানে আলমের পক্ষ থেকে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ৩০ মার্চ সকালে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে পীরে কামেল হযরত আলহাজ্ব নুর মোহাম্মদ এর মোনাজাত পরিচালনার পর ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুল। প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রাজা ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু নঈম চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য দেন বোয়ালকালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ জানে আলম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত