চট্টগ্রামে হালকা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে হালকা বৃষ্টিতে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। গতকাল ভোররাতের বৃষ্টিতে এ জলাবদ্ধতা দেখা দেয়। বিকালে আরেক দফা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে যায়। টানা ভারি বৃষ্টিপাত হলে নগরীর বিস্তির্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গতকাল সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর চকবাজার, ষোলশহর, ২ নম্বর গেট, শুলকবহর, কাপাসগোলা, কাতালগঞ্জ, ডিসি সড়ক, পাঠানটুলী, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও বহদ্দারহাট এলাকায় বৃষ্টির পানি জমে যায়। গতকাল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস আদালত বন্ধ থাকায় ভোগান্তি অনেকটা কম হয়েছে।
বহদ্দারহাট এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে এলাকার রাস্তাঘাট। এতে বিপণিবিতান ও কাঁচাবাজারে আসা মানুষ ভোগান্তি পড়েন। অনেকে আটকে পড়েন সড়কে।
লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন এলাকার খালে কাজ চলমান থাকায় নালার পানি চলাচল বন্ধ রয়েছে। এতে বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারেনি। তাই নিচু এলাকার সড়কে জলাবদ্ধতা দেখা দেয়।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।