ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনে আলোচনা সভা

সিরাজগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনে আলোচনা সভা

সিরাজগঞ্জে সাত দিনব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ‘করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন’ এ প্রতিপাদ্য সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মৎস্য বিভাগের উপ-পরিচালক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য অফিসার শাহীনুর রহমান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিনিয়ির উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা প্রমুখ। এদিকে গতকাল থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ পালন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত