ভোক্তা অধিদপ্তরের অভিযান
চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে গতকাল অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পোশাক আমদানির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় রশিদ-বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা ও নিজেদের মতো মূল্য বসিয়ে পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।