ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে

বললেন আমু
জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে

দেশের সব জেলা ও উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। গতকাল সোমবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঝালকাঠি সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন আমির হোসেন আমু। আমির হোসেন আমু বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন। প্রতিবন্ধীদের জন্য জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। ইতোমধ্যে আটটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। করোনা পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে এতদিনে প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্মাণ করা হয়ে যেত। তিনি বলেন, অটিজম শিশু জন্মগ্রহণ করলে বাবা মাকে বিষয়টি বুঝতে হবে, তাকে সুচিকিৎসা দিতে হবে। চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ করতে হবে। সরকার তাদের পড়ালেখার ব্যবস্থা করেছে। আমু বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারাও পড়ালেখা করে চাকরি করছে। সরকার তাদের চাকরির ব্যবস্থাও করে দিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত