সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের অন্যন্যা জায়গা থেকে সিটি করর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি কর্পোরেশনে বদলি আজ থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলবে। গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন। ৭ থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। আর ১১ থেকে ১২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এতে আরো বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।