সরকারি চাকরিতে রিকশা শ্রমিক সন্তানের কোটা দাবি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে রিকশা শ্রমিকদের পরিবারের সন্তানদের কোটা ভিত্তিক নিয়োগ এবং রিকশা শ্রমিকদের জন্য সারা বছর কম দামের রেশন-ব্যবস্থা করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত ‘রিকশা শ্রমিক বাঁচাও, পরিবেশবান্ধব রিকশা বাঁচাও’ শিরোনামে এক মানববন্ধনে এসব দাবি জানান বক্তারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সমাজে রিকশা শ্রমিকদের কোনও দাম নেই, মানসম্মানও নেই। রিকশা শ্রমিকদের মানুষ বলে মনে করা হয় না। অথচ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রিকশা শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, রিকশা শ্রমিকদের থাকার ভালো ব্যবস্থা নেই উপযুক্ত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নেই। আছে শুধু পুলিশ, মাস্তান ও লাইসেন্সের বহু রকম হয়রানি। বর্তমান বাজারে রিকশা শ্রমিকদের পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন। এ অবস্থায় নিজেদের অধিকার নিয়ে বাঁচতে গেলে শক্তিশালী সংগঠন ও আন্দোলন একান্ত প্রয়োজন। বাঁচার তাগিদে সব রিকশার চালক, শ্রমিক, মালিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন দেখা দিয়েছে। রিকশা শ্রমিকদের ১০ দফা দাবিগুলো হচ্ছে রিকশার আধুনিকায়ন করুন; হয়রানি বন্ধ করে রাস্তায় রিকশা চলতে শ্রমিকদের সাথে তুই তোকারি বন্ধ করুন; রিকশা শ্রমিকদের নবায়নবিহীন ফ্রি লাইসেন্সের আওতায় নিয়ে আসুন; রিকশা শ্রমিকদের জন্য সারা বছর কম দামে রেশনের ব্যবস্থা করুন; রিকশা শ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থান, উচ্চমাধ্যমিক পর্যন্ত ফ্রি শিক্ষা ও ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন; সরকারি চাকরিতে শ্রমিক পরিবারের সন্তানদের কোটাভিত্তিক নিয়োগ দিন; শ্রমিকদের অঙ্গহানি ভাতা ও মৃত্যুকালীন অনুদান প্রদান নিশ্চিত করতে হবে; শ্রমিকদের স্বল্প পয়সায় ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করুন; বেকার, ভাসমান ও খণ্ডকালীন রিকশা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করুন; প্রয়োজনীয় রিকশা গ্যারেজের ব্যবস্থা করে তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং রিকশা শ্রমিকদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।