পরিসংখ্যান ব্যুরোর জরিপ

১২ শতাংশ পথশিশু মাদকাসক্ত

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের ৬৪ শতাংশ পথশিশু ফিরে যাওয়ার মতো কোনো অবলম্বন নেই। আর ফিরে যাওয়ার মতো পরিবার নেই ১৫ দশমিক ৯ শতাংশ পথশিশুর। এছাড়া ১২ শতাংশ শিশু মাদকাসক্ত এবং চার ভাগের এক ভাগ পথশিশু ধূমপানে অভ্যস্ত। ‘পথশিশু জরিপ ২০২২’ এর ফলাফলে উঠে এসেছে এসব তথ্য। গতকাল সোমবার রাজধানী ঢাকার আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পথশিশু জরিপ-২০২২ প্রকাশ করে। জরিপের ফলাফলে বলা হয়, পারিবারিক ও সামাজিক বাধাসহ বিভিন্ন কারণে পথশিশু হতে বাধ্য হয়েছে তারা। পরিবারে জায়গা নেই ৩৬ দশমিক ৩ শতাংশ শিশুর। পরিবার গ্রহণ করে না ২১ দশমিক ৩ শতাংশ শিশুকে। আর পরিবারই নেই ১৫ দশমিক ৯ শতাংশ পথশিশুর। অনুষ্ঠানে জানানো হয়, পরিবারে প্রতিকূল পরিবেশ ১২ দশমিক ৭ শতাংশ শিশুর। সামঞ্জস্যপূর্ণ পারিবারিক পরিবেশ নেই ১১ দশমিক ৯ শতাংশ পথশিশুর। নির্যাতন ও নিপীড়নের শিকার ১১ দশমিক ৪ শতাংশ পথশিশু। পরিবারে কাজের চাপ রয়েছে ১১ শতাংশ পথশিশুর। আর ঘরে ফিরতে সামাজিক বাধা রয়েছে ৬ দশমিক ৭ শতাংশ শিশুর।