ডাচ্-বাংলার টাকা ছিনতাই

উদ্ধার হওয়া ৮ কোটি টাকা মানি প্ল্যান্টের জিম্মায় দেয়ার নির্দেশ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় গত ২৭ মার্চ পর্যন্ত সাত কোটি ৯৯ লাখ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে, লুণ্ঠনের এক মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বাদী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেনের জিম্মায় জব্দ করা টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে জিম্মার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বাদীর জিম্মায় জব্দ করা সাত কোটি ৯৯ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা দেয়ার নির্দেশ দেন।