ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটি ও ওয়াদানি ফাউন্ডেশনের সমঝোতা স্বাক্ষর

বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটি ও ওয়াদানি ফাউন্ডেশনের সমঝোতা স্বাক্ষর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ও ওয়াদানি ফাউন্ডেশনের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার এবং ওয়াদানি ফাউন্ডেশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এস্তানুল কবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ওয়াদানি ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার সাগর খালাসি, সিনিয়র অ্যাসোসিয়েট জব প্লেসমেন্ট শাহরিয়ার ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের সফট স্কিল ডেভেলপমেন্ট সেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত