রাজধানীতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরা এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. আরিফ মহিউদ্দিন আহমেদ। আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আজ ভোররাতে তাকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, চারটি মোবাইলফোন এবং চারটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামি একাধারে রাজধানীর ডেমরা এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি, মাদকসেবী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর ডেমরা এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, জমি দখল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সমাজের বিত্তশালী ব্যক্তিদের বিভিন্ন ফাঁদে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করত। এছাড়া বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসী এবং অপরাধীদের কাছে সে তার অস্ত্রসমূহ টাকার বিনিময়ে ভাড়া দিত। বিভিন্ন সময়ে এলাকায় তার সশস্ত্র অবস্থান এবং মহড়ার কারণে এলাকার সাধারণ মানুষের মনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করত। র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় ২০২১ সালে একটি মাদক মামলা এবং ২০১৮ সালে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে একটি মামলা রয়েছে।