ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিউ সুপার মার্কেট

পোড়া ক্ষত বুকে নিয়েই ঘুরে দাঁড়ানোর আশা

পোড়া ক্ষত বুকে নিয়েই ঘুরে দাঁড়ানোর আশা

আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে যাওয়া, পানিতে ভিজে যাওয়া এবং গোডাউনে সংরক্ষিত কাপড়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে আবারও দোকান খুলছেন রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের ব্যবসায়ীরা। যদিও আনুষ্ঠানকিভাবে এখনও মার্কেট খুলে দেয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পোড়া দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেওয়ালে প্লাস্টিক পেপার লাগিয়ে কোনোরকমে সাজিয়ে ক্রেতার জন্যে অপেক্ষা করছেন তারা। সরেজমিনে ঘুরে দেখা যায়, মার্কেটের ৩য় তলার শুরুর দিকের ঘড়ি, সানগ্লাস, চামড়াজাত পণ্যসহ বেশ কয়েকটি দোকান ইতোমধ্যেই নতুন করে পসরা সাজিয়ে বসেছে। আর ভেতরের দিকের দোকানগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গোছানোর কাজ। তবে অধিকাংশ দোকানই পুড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। আবার তৃতীয় তলায় এখনও বিদ্যুতের সংযোগ দেয়া হয়নি। ফলে অন্ধকার আর গরমে ভেতরের দিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দোকানি ও ব্যবসায়ীরা বলছেন, ঈদের ঠিক আগমুহূর্তে এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত। আগুনে প্রতিটি দোকানে থাকা অধিকাংশ জিনিসই পুড়ে গেছে। শেষ মুহূর্তে যারা যতটুকু বাঁচাতে পেরেছেন সেগুলোও পানিতে ভেজা। হাসিব বিল্লাহ নামের এক দোকান কর্মচারী বলেন, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। ঈদের কোনো আমেজই আমাদের মাঝে নেই। যে ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাই এখন একমাত্র উপায়। বাড়িতে পরিবার পরিজন পথ চেয়ে বসে আছে আমাদের জন্য। কিন্তু কী করব মালিকের অবস্থাই খারাপ। আগুনে ১৫-২০ লাখ টাকার মতো জিনিস পুড়েছে। এখন সেই পুরনো হিসাব করে তো লাভ নেই। তাই যতটা সম্ভব গোডাউনের কাপড় বিক্রি করে যদি ঈদ খরচ উঠানো যায় সেটিই বড় বিষয়। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, মার্কেটের মালিক সিটি কর্পোরেশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত