ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে ৩৬ ঘণ্টায় উভয় টোল প্লাজায় প্রায় ৫৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় পৌনে ৪ কোটি টাকা। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কে ঈদ ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্প্রতিবার দুপুর পর্যন্ত ৩৬ ঘণ্টায় সেতুর পশ্চিম ও পূর্ব উভয় টোল প্লাজায় উল্লেখিত টাকা টোল আদায় হয়েছে। তবে যানবাহনের চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ এ চাপ আরো বাড়তে পারে এবং টোল আদায় বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।