পীরগঞ্জে সৃষ্টি হিউম্যান

রাইটস সোসাইটির ঈদ উপহার বিতরণ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পীরগঞ্জে (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শতাধিক অসহায়, ছিন্নমূল ও নিন্ম আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, কোষাধ্যক্ষ বুলবুল আহম্মেদ, সাংবাদিক মনসুর আলী, বাদল হোসেন, ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন উপস্থিত ছিলেন। সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না বলেন, সৃষ্টি সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি মানবাধিকার সুরক্ষায় কাজ করার পাশাপাশি এই ঈদে সারা দেশে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। আগামী আরো বৃহৎ আকারে এ কার্যক্রম করা হবে বলেও জানান তিনি। ঈদ সামগ্রী হিসেবে চাল, তেল, সেমাই, চিনি, গুঁড়ো দুধসহ খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও সন্তোষ প্রকাশ করেন অসহায় মানুষ।