শবেকদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের টানা ৫ দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। গতকাল সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৫ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।