ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

চট্টগ্রামে বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

ঈদের ছুটিতে নগরীর বিনোদন কেন্দ্র্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। সব শ্রেণির মানুষ ছুটছেন বিনোদন কেন্দ্রে। মানুষের কোলাহলমুখর সব পর্যটনকেন্দ্র্র। উন্মুক্ত বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি জনসমাগম ছিল পতেঙ্গা সমুদ্র্রসৈকত এলাকায়। বিকেল হতেই হাজার হাজার মানুষের মিলনমেলায় মুখর হয়ে উঠে পুরো সৈকত এলাকা। কেউ মেতে ওঠেন সমুদ্র স্নানে, অনেকে চড়েন স্পিডবোটে, কেউ কেউ ঘোড়ার পিঠে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটান সৈকতে। এছাড়াও মেরিন ড্রাইভ সড়কও ছিল মানুষে ঠাঁসা। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সৈকতে ফুট পেট্রল, মোটরসাইকেল, মোবাইল টহল বাড়ানো হয়েছে, যাতে নারী পর্যটকরা কোনো হয়রানির শিকার না হন। এছাড়া চট্টগ্রাম চিড়িয়াখানা, কাজির দেউড়ি শিশুপার্ক, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক, ভাটিয়ারি গলফ ক্লাব, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্ক, ওয়ার সিমেট্রি, সিআরবি, নেভাল ছিল লোকে-লোকারণ্য। নগরের বাইরে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেক, আনোয়ারায় পারকি সমুদ্রসৈকত, বাঁশখালী ইকোপার্ক ও সমুদ্রসৈকত, রাঙ্গুনিয়ার এভিয়ারি পার্কসহ জেলার গ্রামাঞ্চলের বিভিন্ন বিনোদন স্পটেও বিনোদনপ্রেমী মানুষ ছুটছেন ঈদের আনন্দ উপভোগ করতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত