ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৬ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

৬ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ছয় দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ কার্যক্রম শুরু হয়। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান জানান, ঈদ উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনায় ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ঈদের ছুটি শেষ হওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এতে প্রতিদিন সরকারের প্রায় ২ কোটি টাকার রাজস্ব আদায় হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত