অলস পড়ে আছে ফেরি, নেই কোনো যানবাহন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি মেলার পর কোনো যানবাহনই মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরা নৌপথে যাচ্ছে না। পাঁচ দিন ধরে ওই ঘাটে ফেরি চলাচল বন্ধ। ফলে দুটি কে-টাইপের ফেরিতে এবং শিমুলিয়া, সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে কর্মরত ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী অলস সময় কাটাচ্ছেন। গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। সব ধরনের বৈধ যানবাহন চলাচলের জন্য ২৬ জুন পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হয়। এর পর থেকে সব যানবাহন পদ্মা সেতু দিয়ে পারাপার হয় কিন্তু ওইদিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। এরপর সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেল আরোহীদের পদ্মা নদী পারাপারের জন্য ১৮, ১৯ এপ্রিল ওই নৌপথে দুটি ফেরি চলাচল করেছে। ২০ এপ্রিল সকাল থেকে পদ্মা সেতু মোটরসাইকেল আরোহীদের জন্য খুলে দেয়া হয়।

এরপর আর ওই নৌপথে পদ্মা পার হওয়ার জন্য কোনো মোটরসাইকেল ও যানবাহন আসেনি। কিন্তু ঈদ-পরবর্তী তৃতীয় দিন পর্যন্ত নৌপথটিতে ফেরি চলাচলের ঘোষণা ছিল নৌপরিবহণ মন্ত্রণালয়ের। ১৯ এপ্রিল রাত থেকে শিমুলিয়া ঘাটে ফেরি কুঞ্জলতা ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে ফেরি কলমিলতা ভিড়িয়ে রাখা হয়েছে। ফেরি দুটির ৩০ কর্মকর্তা-কর্মচারী এবং দুটি ঘাটের বিআইডব্লিউটিসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটিও পাননি। অলস বসে থেকে সময় কাটছে তাদের। এ বিষয়ে কুঞ্জলতা ফেরির ইঞ্জিনিয়ার গোলাম দস্তগীর বলেন, সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করছে।