করোনা মহামারির প্রকোপের মধ্যে গত দুই বছর নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় ডেঙ্গু। করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ। তবে চলতি বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। গত চার মাসে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দশজনের মৃত্যু হলেও আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারা দেশে সর্বমোট ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪৬২ জন রয়েছেন। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৯১৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৬৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪৪৯ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ছিল ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।