ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাপানি পর্যটকের মালামাল ছিনতাই করা তিনজন গ্রেপ্তার

জাপানি পর্যটকের মালামাল ছিনতাই করা তিনজন গ্রেপ্তার

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনার ৪ দিন পর ৩ জনকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলার পর ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও আশপাশের এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ চেক করে আসামিদের চিহ্নিত করা হয়েছে। উদ্ধার হয়েছে মালামাল। তিনি আরও জানান, এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে। তবে কী কী মালামাল উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি পুলিশের এই কর্মকর্তা। এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, এ বিষয়ে বিকালে ভুক্তভোগী দুই জাপানি নাগরিকের উপস্থিতিতে, তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত