রাজধানীর মিরপুরের আলী মাজার এলাকায় সরকারি রেশনের মালামাল কম দামে বিক্রির নামে প্রতারণার অভিযোগে এনামুল হক মনির (৩০) নামের এক ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। জানা যায়, মনিরের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাথাং দক্ষিণপাড়া (জালু ডাক্তারের বাড়ির পাশে)। তিনি সেই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। ওসি আমিনুল ইসলাম জানান, চলতি মাসের ১৪ এপ্রিল মনির নিজেকে ডিবি পুলিশের এএসআই পরিচয় দিয়ে এক অভিযোগকারীর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। এরপর তাকে ভিজিটিং কার্ড দেন এবং পুলিশের আইডি কার্ড দেখান। কথাবার্তার এক পর্যায়ে তাকে জানান যে, তার কাছে প্রায় ৪ টনের মতো রেশনের ডাল, চিনি ও তেল আছে। ওই মালগুলো বিক্রয় করে দিতে হবে। বিনিময়ে তাকে লভ্যাংশ দিবেন। মালামাল দোকানে ডেলিভারি দেয়ার পর তাকে লভ্যাংশ দিয়ে বাকি টাকা তিনি নিয়ে যাবেন বলে জানান।
তিনি আরো জানান, পরদিন মোবাইলে ফোন করে জানান যে, তার রেশনের ডাল ও চিনি বিক্রি হয়ে গেছে শুধু দেড় হাজার লিটার তেল আছে। তিনি জানান ঈদের আগে এই তেল দিতে পারবেন এবং তেল ডেলিভারি নেয়ার সময় রেশন স্টোর ইনচার্জকে কেজিপ্রতি ১২০ টাকা দরে ১ লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। তার কাছে দেড় লাখ টাকা আছে আরো ৩০ হাজার টাকা লাগবে। সেই টাকা দিলে তিনি মালগুলো ডেলিভারি দিতে পারবেন। এরপর ভুক্তভোগী তার বাসার কাছে থাকা বিকাশের দোকান নাম্বার থেকে ৩০ হাজার টাকা পাঠান। এরপর মাল চাইলেই মনির টালবাহানা শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগী শাহআলী থানায় একটি অভিযোগ করলে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।