সব মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে কক্সবাজার পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা বিকেন্দ্রিকরণে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র সরওয়ার কামাল। পৌরসভার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনাও পেশ করেছেন তিনি। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরওয়ার কামাল বলেন, ২০১১ সালের নির্বাচনে পৌরসভার মানুষ বিপুল ভোটে আমাকে মেয়র নির্বাচিত করেছিল। সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে আমি পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখি। তিনি বলেন, এরইমধ্যে পৌরসভায় যেসব উন্নত প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার অধিকাংশই আমার সময়কালের পরিকল্পনা। বিশেষ করে, মিঠাছড়িতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও সুপেয় পানির ব্যবস্থার স্থান নির্ধারণ আমার মাধ্যমেই শুরু হয়।
নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, জনগণ যাতে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে রাজনৈতিক প্রভাব কিংবা পেশিশক্তির মহড়া যাতে না হয়। কারণ, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সারা দেশে প্রভাব পড়বে। সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে। সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক মমতাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মুহাম্মদ তৈয়ব, বিশিষ্ট ব্যবসায়ী ছৈয়দ আলম, মোহাম্মদ আলম, সাবেক ব্যাংকার শামসুল হুদা, সমাজসেবক রফিক উল্লাহ মুকুল, অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম, রিয়াজ মুহাম্মদ শাকিলসহ পৌরসভার বিভিন্ন এলাকার মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।