সিরাজগঞ্জে যুবক নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে চাঁদার টাকা না পেয়ে যুবক জুয়েল রানাকে (১৮) বাড়ি থেকে তুুলে নিয়ে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতিত যুবক তাড়াশ উপজেলার নওখাদা গ্রামের হাসিনুর রহমানের ছেলে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সুজন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, তাড়াশ উপজেলার সগুনা ইউপি সদস্য সুজন সরদার তিন মাস ধরে জুয়েলের কাছে চাঁদা দাবি করে আসছেন। গত রোববার রাতে আবারো চাঁদা দাবি করলে জুয়েল এ চাঁদা দিতে অস্বীকার করে। পরে স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে তাকে বাড়ি থেকে তুলে এনে গাছের সাথে ঝুলিয়ে মারপিট করা হয়েছে। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে গত সোমবার বিকালে তার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।