ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারীকে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

নারীকে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

শরীয়তপুর জেলার ঠান্ডাবাজার-সংলগ্ন মেঘনা নদীতে চলন্ত যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ এক নারীকে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত বুধবার রাতে শরীয়তপুর জেলার কোদালপুর-সংলগ্ন ঠান্ডাবাজার এলাকায় গুশাইহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩ চলন্ত অবস্থায় জোহরা বেগম নামের এক মহিলা নদীতে পড়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-হতে খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচর কর্তৃক উদ্ধার অভিযান (সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন্স) পরিচালনা করা হয়। দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান পরিচালনা করে গতকাল সকালে নদীর পাড় থেকে নিখোঁজ জোহরা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মহিলা লঞ্চ থেকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পাওয়ায় কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত