ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জিটিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টোর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তোরাব মানিক, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, আদিবাসী নেতা সুবাস কজুর, জেসমিন কুসকুসহ অনেকে। মানববন্ধনে জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আদিবাসী ও খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদ কর্মীদের সঙ্গে আছি এবং থাকব। সেই সঙ্গে সংবাদকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক সব মামলা বিনা পয়সায় পরিচালনার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের সংবাদ জিটিভিতে প্রচার করার জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে গত ২৮ এপ্রিল জিটিভি জেলা প্রতিনিধি এমদাদুল হকের বিরুদ্ধে মামলা করেন।