ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি

ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি

বায়ুদূষণের ক্ষেত্রে ৯১ স্কোর নিয়ে ঢাকার দূষণমাত্রা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে বলে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক উঠে এসেছে। গতকাল শুক্রবার সকাল ৯টা ২২ মিনিটে সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৯১। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। নতুন করে দূষণের শীর্ষে চলে আসা শহরটির স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির দূষণের স্কোর হচ্ছে ১৩৯ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য সেখানকার বায়ু অস্বাস্থ্যকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত