ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ছুটির দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আমদানি-রপ্তানির শুরু হয়। হলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। যে কারণে দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ আমদানি-রপ্তানি শুরু হয়।’ হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, ‘বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত